E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

২০২৫ মে ১৬ ১৩:২৮:২৮
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত ২০ জন।  বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার নামকস্থানে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাক চালক মাদারীপুর জেলার কালকিনী উপজেলা সদরের জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসের হেলপার রাব্বী মোল্লা (১৭) ও বাসযাত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা গ্রামের নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪১)।

দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক সড়কের উপর থাকায় আড়াই ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সড়কের্ উভয়পাশে শত-শত যানবাহন আটকা পড়ে। ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাত ১১ টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

কাশিয়ানী থানার ওসি খোন্দকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মংলা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার শামীম মোল্লা ও বাসযাত্রী মানস সরকার মার যান । গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে বাসের হেলপার রাব্বী মারা যায়। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন । আহতদের গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠাই । তাদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশঙ্কজনক ছিল। আড়াই ঘন্টা উদ্ধার অভিযান শেষে রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করা সম্ভব হয়। রাত ১১টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই কর্মকর্তা ।

(টিবি/এএস/মে ১৬,২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test