E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ মানববন্ধন

বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম 

২০২৫ মে ১৬ ১৭:১৪:২২
বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম 

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠি শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির তালিকা কেন্দ্রীয় ও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের শুপারিশে নাম পাল্টিয়ে অনুমোধন করার অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগে গত বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনুমোদিত এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারন চেয়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানবন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় এইচ জসীম, নাইম শরীফ, রুহুল আমীন খন্দকার, নজরুল ইসলাম সরদার ও টুকু খান।

মনবন্ধনে বক্তারা বলেন, ১৬ জানুয়ারী এলাকাবাসী, বিদ্যালয়ের সদস্য, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্য নির্ধারনে সভা অনুষ্ঠিত হয়।

সর্বসম্মতিক্রমে এ সভায় সভাপতি পদে স্থানীয় বিএনপি নেতা আবুল হাশেম হাওলাদার, জুলফিকার আলী মান্নু সরদার ও হাবিবুর রহমান মোল্লার নাম ঘোষণার পরে রেজুলিউশন করে তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে প্রধান শিক্ষক আবু বক্কর সিকদার তালিকার ১ নম্বরে থাকা আবুল হাশেম হাওলাদারের নাম বাদ দিয়ে জুলফিকার আলী মান্নু সরদারের নাম ১ নম্বরে রেখে তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরন করেন। পরবর্তিতে শিক্ষা বোর্ডে প্রধান শিক্ষকের দেয়া সেই তালিকা অনুমোদন করেন। কমিটির পরিচিতি সভার দাওয়াত পত্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম আসায় সভাপতি ও প্রধান শিক্ষকের উপর ক্ষুব্ধ হয় স্থানীয়রা।

এর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও বিএনপি নেতারা কমিটি বাতিল চেয়ে প্রধান শিক্ষক আবুবক্কর সিকদারের অপসারন দাবী করে।

এ ব্যপারে প্রধান শিক্ষক আবুবক্কর সিকদার বলেন, প্রথমে সবাইকে নিয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। পরবর্তিতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সুপারিশের কারণে তালিকার ক্রম পরিবর্তন করে আমি অনুমোদনের জন্য পাঠিয়েছি, এখানে আমার কিছু করার নেই। তবে তিনি কোন বিএনপি নেতার নাম প্রকাশ করেননি।

(এমআর/এসপি/মে ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test