E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে রেললাইনের মাটি ধ্বসে গর্তের সৃষ্টি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

২০২৫ মে ১৬ ১৭:১৮:২৩
রাজারহাটে রেললাইনের মাটি ধ্বসে গর্তের সৃষ্টি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনের অদুরে রেল ক্রুসিংয়ের দুই নম্বর লাইনটির স্লিপারের নীচের মাটি ধ্বসে পড়েছে। যেকোন মুহুর্তে রেল ক্রসিং করতে আসা ট্রেন দূর্ঘটনায় কবলিত হতে পারে বলে এলাকাবাসীরা আশংকা করছেন।

এলাকাবাসীরা জানান, রাজারহাট রেল স্টেশনের পাশে ট্রেনক্রুসিং করার জন্য আড়াআড়িভাবে দুইটি রেললাইন রয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকালে পথচারীরা ট্রেন ক্রুসিংয়ের জন্য দুই নম্বর লাইনের পূর্বপাশ্বে দেড়শত গজ দুরে একটি পুকুরের পাশে লাইনটির স্লিপারের নীচের ২০ গজ মাটি সম্পূর্ণ ধ্বসে পুকুরে চলে যায় বলে দেখতে পায়। ফলে লাইনটির নীচ ফাঁকা হয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়। গত বুধবার (১৪ মে) রাতে মুসলধারে বৃষ্টিতে মাটি সড়ে যায় বলে ধারনা করছে এলাকাবাসী।

মন্টু মিয়া নামের এক পত্রিকা হকার বলেন, আমি সকালে লাইনের উপর দিয়ে হাঁটার সময় এ দৃশ্য দেখতে পাই। ওই লাইনটির উপর দিয়ে ট্রেন চলাচল করলে বড় ধরনের দূর্ঘটনার স্বীকার হতে পারে। অথচ পুকুরের পাড়ে গাইডওয়াল দেয়া আছে।

এ ব্যাপারে রাজারহাট রেল স্টেশন মাষ্টার সুমন মিয়া বলেন, বৃহস্পতিবার(১৫মে) সকালে বিষয়টি দেখার পর রেল ইঞ্জিনিয়ার(পিডব্লিউ)কে জানানো হয়েছে।

(পিএস/এসপি/মে ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test