E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে ব্যবহারিক খাতায় টাকা নেওয়ার অভিযোগ, কর্তৃপক্ষের অস্বীকার

২০২৫ মে ১৬ ১৭:৩৪:০২
ফুলপুরে ব্যবহারিক খাতায় টাকা নেওয়ার অভিযোগ, কর্তৃপক্ষের অস্বীকার

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক খাতা জমায় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত দুদিন আগে ব্যবহারিক খাতার সাথে টাকা প্রদানের বিষয়টি পরীক্ষার্থীদের জানিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ মে) সকালে সরেজমিন পরিদর্শনকালে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, সাধারণ বিজ্ঞান (সাইন্স) শাখার পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা বাবদ ৩০০ শত টাকা ও সামাজিক বিজ্ঞান (আর্টস) শাখার পরীক্ষার্থীদের জন্য ২০০ শত টাকা নির্ধারন করে দেন স্কুল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কিছু সংখ্যক পরীক্ষার্থীদের কাছ থেকে সে টাকা জমা নেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীর পিতা রতন মিয়া বলেন, আমার মেয়ে অত্র বিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান (সাইন্স) শাখার একজন পরীক্ষার্থী। সে আমাকে ব্যবহারিক খাতা জমা বাবদ স্কুলে ৩০০ শত টাকা দিতে হবে বলে জানিয়েছিল। বিষয়টি নিয়ে আমি আরো কয়েকজন গার্ডিয়ানের সাথে কথা বলেছি। তারাও আমাকে একই কথা বলেছে। গভীরভাবে তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু পরীক্ষার্থীর গার্ডিয়ানরা জানান, ব্যবহারিক খাতার সাথে স্কুল কর্তৃপক্ষের টাকা ধার্যের বিষয়টি সত্য। তবে শুক্রবার সকালে বিষয়টি স্থানীয় সাংবাদিক মহল ও ফেইজবুকে চাউর হলে পরে আর টাকা নেয়নি তারা।

এ বিষয়ে ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক খাতার সাথে টাকা নেওয়ার অভিযোগটি সত্য নয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এ,কে,এম আজাদ বলেন, ব্যবহারিক খাতা বাবদ কোনো টাকা জমা নেওয়া হয়নি। বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, উক্ত বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করবো।

(এসআই/এসপি/মে ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test