E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

২০২৫ মে ১৬ ১৯:৪৫:৪১
হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নিজেদের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই গ্রুপের মধ্যে হামলা ও সংর্ঘষে উভয়গ্রুপের পাঁচজন আহত হয়েছে। গুরুত্বর আহত চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় থানায় পাল্টা পাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায়।

আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বিবাহ, সুন্নতে খৎনা ও শিশু ভুমিষ্ট হওয়ার পর দীর্ঘদিন থেকে বাকাল ও রাজিহার ইউনিয়নে টাকা উত্তোলন করেন রিনা হিজড়ার দল।

অপরদিকে রত্নপুর, বাগধা ও গৈলা ইউনিয়নে টাকা উত্তোলন করেন পায়েল হিজড়ার দল। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রিনা হিজড়ার নিয়ন্ত্রিত বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় পায়েল হিজড়ার দল গেলে বাঁধা দেয় রিনা হিজড়ার দল। এনিয়ে দুইপক্ষের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। গুরুত্বর আহত রিনা হিজড়া, শাহিনুর, ফিরকী ও শাহনাজ হিজড়াকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পায়েল হিজড়া বলেন, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানেনা। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রিনা হিজড়ার দল আমাদের সাথে থাকা বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে হামলা চালায়। অপরদিকে রিনা হিজড়া বলেন, বাকাল ইউনিয়ন আমার নিয়ন্ত্রিত এলাকা। এখানে পায়েল হিজড়ার দল আসায় আমরা বাঁধা দিলে তারা প্রথম আমাদের ওপর হামলা চালিয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, হিজড়াদের দুইপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/এসপি/মে ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test