E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যশোরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

২০২৫ মে ১৬ ১৯:৫০:১৬
রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে যশোরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের নামে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে বেজপাড়া সর্বজনীন পূজা মন্দির মাঠে পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা এ মতবিনিময় সভা করেন।

সভায় জেলার আটটি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা বলেন, এই মিথ্যা মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবেলা করা হবে। যদি প্রয়োজন হয়, সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনে নামতে দ্বিধা করবে না। এছাড়াও, জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, দুলাল সমাদ্দার, প্রশান্ত দেবনাথ, রতন আচার্য্য, দুলাল অধিকারি, বলাই পাল, বৈদ্যনাথ দাস, রবিন কুমার পাল, প্রশান্ত সরকার, তড়িৎ দাস, নীল কুমার সিংহ, উৎপল কুমার ঘোষ এবং দেব কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

(এসএ/এসপি/মে ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test