E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সীমান্ত সুরক্ষায় শ্যামনগরে ভাসমান বিওপি’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

২০২৫ মে ১৭ ১৭:৫৪:২৯
সীমান্ত সুরক্ষায় শ্যামনগরে ভাসমান বিওপি’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়ার সিং খালের সংযোগ স্থলে বিজিবি’র ভাসমান বিওপি উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় তারে সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচীব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, সুন্দরবনের রিভারিয়ান বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণি খাতুন প্রমুখ।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৭৯ কিলোমিটার জলপথ সীমান্ত রয়েছে। বিজিবি পরিচালিত এই ভাসমান বিওপি অপারেশন প্লাটফর্ম। যাহা জলপথ সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন। এই ভাসমান বিওপি চোরাচালান, বনসম্পদ লুণ্ঠন ও সীমান্তে অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। সীমান্তের কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবি’র অধীনে এবং বিশেষ “রিভারিয়ান বর্ডার গার্ড ব্যাটালিয়ান” গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যাহা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারি ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বয়ারসিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয়, একটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ। যাহা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে। কার্যকর বর্ডার ম্যানেজমেন্টে সহায়ক হবে।

(আরকে/এসপি/মে ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test