E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

২০২৫ মে ১৭ ১৮:৪৫:৫৪
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অন্য দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ইউনিয়ন পরিষদের এক সচিব। 

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) ও বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে তোজাম্মেল হক (৩৬)। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত দু'জন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়ার খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেলে ঢাকা মোড় থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে পৌঁছালে বিরামপুর থেকে দিনাজপুরগামী মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় দিনাজপুরের জেলার ফুলবাড়ী উপজেলার ইউপি সচিব নুর আলম (৪০)।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মটর সাইকেল অটো ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয় হন নূর আলম (৪০)। স্থানীয়়রা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

(এস/এসপি/মে ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test