E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অপরিপক্ব লিচুতেই সয়লাব ঈশ্বরদীর বাজার

২০২৫ মে ১৭ ১৮:৫১:১০
অপরিপক্ব লিচুতেই সয়লাব ঈশ্বরদীর বাজার

ঈশ্বরদী প্রতিনিধি : দেশজুড়ে সুখ্যাতি রয়েছে ঈশ্বরদীর রসালো লিচুর। বৈশাখের শেষ সপ্তাহে প্রতি বছর ঈশ্বরদীর হাট-বাজারে দেশি বা আঁটি (মোজাফফর) জাতের লিচু পাওয়া যায়। এবারও উপজেলার শিমুলতলা, আওতাপাড়া, দাশুড়িয়া এবং পৌর শহরসহ বিভিন্ন হাটবাজারে দেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। বেশি দাম পাওয়ার আশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অপরিপক্ক এসব লিচু বাজারে বিক্রি করছেন। অপরিপক্ক এসব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দুই ঝোপায় প্রতি ১০০ টি লিচু ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যবারের তুলনায় এবারে এসব অপরিপক্ক লিচু আকারে ছোট ও স্বাদে টক। ক্রেতারাও এসব অপরিপক্ক লিচুই চড়া দামে কিনছেন।

আজ শনিবার লিচু মোকাম জয়নগরের শিমুলতলা, আওতাপাড়া, দাশুড়িয়া ট্রাফিক মোড়, পৌর শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়, স্টেশন রোডে সরেজমিনে দেখা যায়, মৌসুমী ফল ব্যবসায়ীরা দেশি জাতের লিচু বেচাকেনা করছেন। এসব লিচু আকারে যেমন ছোট তেমনি অপরিপক্ক।

শিমুলতলা লিচু হাটে বিক্রেতা আকমল হোসেন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে শিমুলতলা হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে লিচু বেচাকেনা শুরু হয়েছে। বাগান থেকেও বিক্রি হচ্ছে। এখন দেশি লিচু (মোজাফফর) বেচাকেনা হচ্ছে। বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু বাজারে না ওঠা পর্যন্ত বেচাকেনা জমবে না। বোম্বাই ও চায়না থ্রি লিচু বাজারে আসতে এখনো ১০-১৫ দিন সময় লাগবে।

মানিকনগর গ্রামের লিচু চাষি শাহমত মন্ডল বলেন, এবারে ঈশ্বরদীতে শতকরা ৩০-৪০ ভাগ গাছে লিচু ধরেছে। অতীতে কখনো লিচুর এমন ফলন বিপর্যয় দেখা যায়নি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে বোম্বাই লিচু বাজারে উঠবে। এখন যেসব লিচু বাজারে দেখা যাচ্ছে এগুলো দেশি লিচু (আঁটি লিচু) হিসেবে পরিচিত। জলবায়ুর প্রভাবে এবারে লিচুর আকার তেমন বড় হয়নি এবং পরিপূর্ণ পুষ্ট হয়নি। এসব লিচুর বেশীরভাগই তীব্র টক এবং সুস্বাদু রসালোও হয়নি।

ঈশ্বরদী বাজারের লিচু বিক্রেতা পান্না বলেন, সাত দিন ধরে লিচু বিক্রি করছি। লিচু শতকরা ২৫০ থেকে ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে। বাজারে নতুন ফল তাই অনেকেই কিনছে।

লিচুতে জাতীয় পদকপ্রাপ্ত আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব বলেন, লিচু চাষে আমার ৪৫ বছরের ইতিহাসে এমন ফলন বিপর্যয় দেখিনি। বাজারে এখন দেশি লিচু উঠতে শুরু করেছে। ১০-১৫ দিন পর হতে এখানকার প্রসিদ্ধ বোম্বাই লিচু উঠবে। অন্যান্য বছর এসময় দেশি লিচুর বেচাকেনা জমজমাট হয়। এবারে লিচুর ফলন খুব কম, সেজন্য বেচাকেনা তেমন দেখা যাচ্ছে না। তাছাড়াা হাট-বাজারে কিছু লিচু উঠতে শুরু করেছে। যা পরিপক্ক নয়। এগুলো শিশুরা বেশী পরিমাণে খেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে৷

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, জলবায়ু পরিবর্তন, বৈরি আবহাওয়া ও পরাগায়নের জটিলতার কারণে এবার ঈশ্বরদীতে লিচুর ফলন অন্যবারের তুলনায় অনেক কম। এখন বাজারে দেশি জাতের (মোজাফফর জাতের) লিচু উঠতে শুরু করেছে। বোম্বাই লিচু বাজারে আসতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে।

(এসকেকে/এসপি/মে ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test