E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনসিপির ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌সভা 

২০২৫ মে ১৭ ১৯:১০:৩৯
এনসিপির ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌সভা 

দিলীপ চন্দ ফরিদপুর : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ‌সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় এস এম মান্নান স্কুল এন্ড কলেজে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠন উপলক্ষে ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেনের সভাপতিত্বে একটি সাংগঠনিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি'র কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তৌহিদ আহমেদ আশিক, সাবেক গনঅধিকার পরিষদ নেতা ডাঃ বায়েজিদ আহমেদ শাহেদ, বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপি সমর্থক হাবিবুর রহমান, হামিদ মিয়া, নাজমুল সরদার, রেজাউল করিম, রনি মোল্লাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের নিজেদের সুসংঘটিত হতে হবে।ফরিদপুর জেলা সার্চ কমিটি গঠনে যোগ্য, সৎ ও আদর্শ লোকদের স্থান দেয়া হবে। সার্চ কমিটির পরবর্তী জেলা কমিটি গঠন করা হবে। ১২-১৫ জনের একটি সার্চ কমিটি গঠন করা হবে। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, মুখ্য সংগঠক, সদস্য পদগুলোতে সার্চ কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ও সম্পৃক্ত কাউকে কমিটির অন্তর্ভুক্ত করা হবে না। নতুন ধারায় ও পরিবর্তনের আবহে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। অনৈতিকতার সাথে ও সন্ত্রাসী মূলক কার্যক্রম এর সাথে জড়িত কাউকে জাতীয় নাগরিক পার্টিতে স্থান দেয়া হবে না। কমিটি গঠনে জেলাকে বেশি প্রাধান্য দেয়া হবে। সার্চ কমিটির সদস্যদের ফরিদপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্রসংসদ, যুবসংসদ, এনসিপি এভাবে ক্রমান্বয়ে যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের দলে স্থান দেয়া হবে।

(ডিসি/এসপি/মে ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test