E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাকা-স্বর্ণালংকার হাতিয়ে সন্তানকে নিয়ে পিত্রালয়ে পুত্রবধূ 

২০২৫ মে ১৮ ১৭:২৯:৫৮
টাকা-স্বর্ণালংকার হাতিয়ে সন্তানকে নিয়ে পিত্রালয়ে পুত্রবধূ 

বিকাশ স্বর্নকার, বগুড়া : বগুড়ার সোনাতলায় কৌশলে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে পুত্রবধূ পিত্রালয়ে। এমন অভিযোগ উঠেছে এক গৃহবধু ও তার পরিবার সহ নিকট আত্মীয় এর বিরুদ্ধে। তবে সবকিছু ফিরে পেতে গত পরশু ১৬ মে শুক্রবার রাতে আইনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী পরিবার। 

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত ৮ বছর আগে জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজারে গোকুল চন্দ্র সাহার মেয়ে নিপা রানী সাহার সহিত সোনাতলা উপজেলার নগরপাড়া গ্ৰামের রনজিত সাহার ছেলে কৃষ্ণপদ সাহার ধর্মীয় বিধি বিধান মোতাবেক সনাতন ধর্মীয় লোকজনের উপস্থিতিতে বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর হতে কৃষ্ণপদ সাহাকে তার স্ত্রী নিপা রানী সাহা নানান ধরনের প্রলোভন দেখিয়ে বাদির বালুয়াহাট বাজারে হোটেল ব্যবসা হতে উপার্জিত টাকা হাতিয়ে নিতে থাকে। এক পর্যায়ে ধীরে ধীরে ব্যবসার টাকা নিতে নিতে বাদি সর্বশান্ত হয়ে পড়ে মর্মে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে বাদি রনজিত সাহা জানান, আমার প্রতিবেশী ও আমার ছেলের নিকট আত্মীয় মৃত যতিশ চন্দ্র সাহার ছেলে সত্য রঞ্জন সাহা ও তার ছেলে পার্থ চন্দ্র সাহার কুমন্ত্রণায় গত দের মাস আগে পুত্রবধূ নিপা সাহা আমার নাতি ও ১০ ভরি স্বর্ণালংকার দের লাখ টাকা নিয়ে কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে যায়। আমি পরপর দু'দিন আমার পুত্রবধূ নাতি ও টাকা স্বর্ণালংকার আনতে গেলে আমার পুত্রবধূর ভাই বিভাষ সাহা ও বিকাশ সাহা চরম দূর-ব্যববহার করে এবং পুত্রবধূ, নাতি পাঠাবে না এবং জিনিস পত্রও ফেরত দিবে না। আমি তাদের খারাপ আচরণ সহ্য করেও সমাজের লোকজনসহ অন্যদের বার বার পাঠিয়ে দিলেও একই কথা তাদের। অভিযোগের বিষয় নিশ্চিত করে সোনাতলা থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম চক্রবর্তী বলেন বিষয়টি তদন্তধীন রয়েছে।

(বিএস/এসপি/মে ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test