E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শীঘ্রই মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

২০২৫ মে ১৯ ২৩:৫৫:১৮
ফরিদপুরে শীঘ্রই মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : 'ফরিদপুরে শীঘ্রই মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে বলে ‌জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় জানানো হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনেওই সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা সড়ক নিরাপত্তা কমিটির ওই সভাটিতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

সভাটিতে উপস্থিত থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মত প্রকাশ করে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়ন ফরিদপুরের পুলিশ সুপার সীমা রানী সরকার, ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারি পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা 'আসন্ন কুরবানীর ইদে ফরিদপুরে মহাসড়কের পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া যাবে না এবং ঈদে বাসের অতিরিক্ত ভাড়া আদায় না করতে দেওয়ার পক্ষে সিদ্ধান্ত জানানো হয়। ফরিদপুর বাস মালিক সমিতি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। সারা দেশের পরিবহন ব্যবস্থার সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুরেও সেই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়।

এছাড়া, ফরিদপুর বাস টার্মিনালে অবৈধ কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া, ফরিদপুর মাদকমুক্ত টার্মিনাল গড়ে তোলা সহ মাদারীপুর ও রাজবাড়ীতে হাইওয়েতে অনেক ক্ষেত্রে পণ্যবাহী পরিবহনে ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। অবৈধ ফিটনেস বিহীন গাড়ি শনাক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন বক্তারা।

এছাড়া হাইওয়েতে ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা অনেক বলেও সময় জানিয়ে মহাসড়কের অধিকাংশ ক্ষেত্রে গতি সীমার উপরে গাড়ি চালানো হয়, যার ফলে গাড়ি অনেকাংশে দুর্ঘটনার স্বীকার হয় বলেও জানানো হয়।

এছাড়া শীঘ্রই ফরিদপুর অঞ্চলে হাইওয়ের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়। এছাড়া নিষিদ্ধ যানবাহনগুলোকে কোনোভাবেই হাইওয়েতে চলতে দেয়া যাবে না বলেও জানানো হয়।

এসময় মহাসড়কে দুর্ঘটনা কমাতে থ্রি হুইলার যানবাহন বন্ধ করতে মত দেন অনেকে।

(আরআর/এএস/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test