E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হোটেল দি যাবি’র জিএম হলেন মেহেদী হাসান সোহেল 

২০২৫ মে ২০ ১৭:৫৬:৪৯
হোটেল দি যাবি’র জিএম হলেন মেহেদী হাসান সোহেল 

সঞ্জীব কুমার দাস, কাপসিয়া : ঢাকা সহ বিভিন্ন এলাকায় ফাইভ স্টার হোটেলের দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে মেহেদী হাসান সোহেল এবার যোগ দিয়েছেন হোটেল দি যাবি’র জেনারেল ম্যানেজার হিসেবে। তিনি সম্প্রতি ঢাকা এয়ারপোর্টের সংলগ্ন সুনাম ধন্য হোটেল দি যাবি’তে যোগদান করেন।

তারুণ্যের তীপ্ত চৌকুষ প্রতিভার অধিকারী মেহেদেী হাসান সোহেল বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির তরুণ একজন আইকন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিতে একটি চ্যালেজ্ঞ গ্রহন করেছেন তিনি। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে টিম বিল্ডিং ছিল তার পজিশন। তিনি দেশের সুনামধন ̈ সংবাদপত্রে ক্যারিয়ার শুরু করলেও আইন বিষয়ে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করে পাশ করে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। এর মধ্যে তিনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সোশ্যাল ক্রিয়েটিভিটি খুঁজে নিয়ে তার নিজের
কেরিয়ার গড়তে কাজ শুরু করেন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে।

মেহেদী হাসান সোহেল বলেন, তিনি ঢাকার গুলশান, বনানী ও উত্তরার বেশ কয়েকটি সুনামধন্যহোটেলে মহাব্যবস্থাপকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন। বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে একটি উচ্চ অবস্থানে নেওয়ার লক্ষ নিয়ে তিনি সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে হোটেল দি যাবে‘র ঢাকায় যোগ দিয়েছেন। এর পাশাপাশি হসপিটালটি ইন্ডাস্ট্রিজ নিবেদিত কর্মীদের প্রকৃত মূল্যায়ন করে তাদের নিয়ে একটি টিম বিল্ডিং করার অন্যতম লক্ষই তার। তিনি আগামী দিনের তরুণ প্রজন্মদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চান বলে মন্তব্য করেন।

(এসকেডি/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test