E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে’

২০২৫ মে ২০ ১৮:২৮:৫০
‘জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে’

রিপন মারমা, রাঙ্গামাটি : চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান বলেন, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে। তথ্য হলো একটি পাওয়ার। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে জণগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন- ২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় তথ্য অধিকার আইন নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

(আরএম/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test