E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গভীর রাতে বিধবার ঘরে গিয়ে গণধোলাইয়ের শিকার ইউপি সদস্য 

২০২৫ মে ২০ ১৯:০৯:৩০
গভীর রাতে বিধবার ঘরে গিয়ে গণধোলাইয়ের শিকার ইউপি সদস্য 

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : গভীর রাতে বিধবা নারীর সাথে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে এক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে। 

আজ মঙ্গলবার দুপুরে ওই গ্রামের সজল মাঝিসহ একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড বাঘার গ্রামের ইউপি সদস্য স্বপন হালদার দীর্ঘদিন যাবত গ্রামের এক বিধবা নারীর সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছে। এনিয়ে স্থানীয়রা তাকে একাধিকবার সতর্ক করার পরেও ওই নারীর সাথে অসামাজিক কাজকর্ম চালিয়ে আসছিলো ইউপি সদস্য স্বপন। তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ মে) দিবাগত গভীর রাতে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়রা ইউপি সদস্যকে হাতেনাতে আটক করে গণধোলাইয় দেয়। খবরপেয়ে ইউপি সদস্য স্বপনের সহযোগিরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।

পরকীয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ইউপি সদস্য স্বপন হালদার বলেন, স্থানীয় কয়েকজন যুবকের সাথে ভুলবোঝাবুঝি হয়েছিলো। রাতেই তা সমাধান হয়ে গেছে। এখন বিষয়টিকে ভিন্নখাতে নিয়ে একটি মহল আমার সম্মানহানির জন্য মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

(টিবি/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test