E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মামলার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের নেতাকে শোকজ

২০২৫ মে ২০ ১৯:১১:২৪
মামলার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের নেতাকে শোকজ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : জুলাই আন্দোলনে হামলার ঘটনায় নয় মাস পর মামলা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। সংগঠনের জেলার মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা এজাহারভুক্ত হয়েছে। ওই মামলায় নামধারী ২৪৭ জন এবং অজ্ঞাতনামা প্রায় তিনশ’ জনকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় আসামি তালিকায় নাম রাখা ও বাদ দেওয়া নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মামলার আমির হোসেন আমুসহ বরিশাল মহানগর, জেলা ও উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। পাশের জেলা ঝালকাঠির কয়েকজন চেয়ারম্যান এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অনেক নেতাকেও আসামি করা হয়। এছাড়া দিপ্ত টিভির বরিশল বিভাগীয় প্রতিনিধি মর্তুজা জুয়েলসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং জেলে ও কৃষককেও এ মামলার আসামি করা হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের অবগত না করে সংগঠনের পদ ব্যবহার করে মামলা দায়ের করা হয়েছে; যা সংগঠনের শৃঙ্খলাভঙ্গের শামিল। এজন্য তার (ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহ) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ২৪ ঘন্টার মধ্যে জেলার দায়িত্বশীলদের কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

শোকজের সত্যতা নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র সুমি হক বলেন, তারা এই মামলার বিষয়ে ১৯ মে বিকেলে বৈঠক করেছেন। সেখানে দেখা গেছে, মামলার আসামি যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তেমনি কৃষক, জেলে ও সাংবাদিকদেরও আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, মামলা নিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠলেও তাদের হাতে এখনও কোন প্রমাণ আসেনি।

মামলা নিয়ে চাঁদাবাজির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ছাত্র আন্দোলনের বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহ বলেন, মামলার কতিপয় আসামি নিজেদের রক্ষা করার জন্য এ মিথ্যে অভিযোগের অপপ্রচার চালাচ্ছে। শোকজের বিষয়ে তিনি বলেন, আমি যথাযথ প্রক্রিয়ায় শোকজের জবাব দিবো।

(টিবি/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test