E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ঢাকা জেলায় ‘খ’ গ্রুপে আবৃতিতে প্রথম তালহা

২০২৫ মে ২০ ১৯:১৭:৫৪
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ঢাকা জেলায় ‘খ’ গ্রুপে আবৃতিতে প্রথম তালহা

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ের মেধাবী ছাত্র মোঃ তাসকিন তালহা ২০২৫ এর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ঢাকা জেলায় খ গ্রুপে বাংলা কবিতা আবৃতিতে প্রথম স্থান লাভ করেছে। মোঃ তাসকিন তালহা বিভাগীয় পর্যায়েও দিতীয় স্থান অরভ করেছে।

উপজেলা পর্যায়ও খ গ্রুপে বাংলা কবিতা আবৃতিতে প্রথম স্থান লাভ করেছে। মেধাবী এই ছাত্র প্রতিযোগী ধামরাই পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার বাবা মোঃ মেহেদী মাহবুব ধামরাই উপলেলা সুন্দর বন কুরিয়ার অফিসে কর্মরত ও মাতা মহুয়া আক্তার এক জন গৃহিনী। মোঃ তাসকিন তালহা লেখা পড়ায়ও ভালো এর পাশাপাশি সে আবৃতি চর্চা ও খেলা-ধূলায়, গান বাজনায়ও উৎসাহী। নিজ বিদ্যালয় ধামরাই পাঠানটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছেও নম্র ভত্র ছাত্র হিসেবেও পরিচিত। সে সবার কাছে সে দোয়া প্রার্থী।

(ডিসিপি/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test