E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাসে উত্তেজিত জনতার আগুন

দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

২০২৫ মে ২০ ১৯:৪১:৩৪
দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দু’বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী রবীন্দ্রনাথ সরকার (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মিল্টু বিশ্বাস (৫৫)। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। 

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার সাতপাড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্রনাথ সরকার মুকসুদপুর উপজেলার ভাবরাসুর ইউনিয়নের বাকপুরা গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের পাওয়ারহাউজ রোডে ভাড়া বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। তিনি ওই রোডেই ফার্নিচারের ব্যবসা পরিচালনা করতেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোল্যা আফজাল হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে সাতপাড় বাজার এলাকায় থামিয়ে যাত্রী উঠাচ্ছিল। বাসটির পিছনে মোটর সাইকেল থামিয়ে দাড়িয়ে ছিল মিল্টু ও রবীন্দ্রনাথ। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আমা আসা টেকেরহাটগামী রিয়াদ পরিবহনের একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসের মাঝে চাপা পড়েন মোটরসাইকেলের দুই আরোহী। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ঠ হয়ে রবীন্দ্রনাথ নিহত হন। গুরুতর আহত হয় অপর আরোহী মিল্টু। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নয়ন পরিবহনের বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা লোকাল বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

নিহতের মেয়ে চন্দ্রিমা সরকার বলেন, সকালে গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার বাকপুরা গ্রামের উদ্দেশ্যে গোপালগঞ্জ শহরের পারহাউজ রোডের ভাড়া বাসা থেকে মোটরসাইকেল করে রওনা দেয়। সাতপাড়ে দু’ বাসের মাঝে চাপা পড়ে বাবা মারা যায়। এ ঘটনায় বাস দুটিকে দায়ী করে বিচার দাবি করেন চন্দ্রিমা।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করেন ও স্থানীয়দের সাথে কথা বলেন। আগুন দেয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

(টিবি/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test