E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ‘হানি ট্র্যাপ’ ও ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

২০২৫ মে ২০ ২২:২১:৪৫
যশোরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ‘হানি ট্র্যাপ’ ও ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য



যশোর প্রতিনিধি : যশোরে এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত এক নারী এবং ভুক্তভোগী যুবকের পরিবার একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির দাবি তুলেছে।

ধর্ষণের অভিযোগ ও ব্ল্যাকমেইলিংয়ের দাবি মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নাজনীন নাহার তিশা নামে এক নারী। নিজেকে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য হিসেবে আখ্যায়িত করে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। তিনি নাহিদ হাসান বাঁধন নামের এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনেন।

তিশা জানান, ২০২২ সালে স্কুলছাত্রী থাকাকালীন বাঁধন তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং জোর করে চুম্বনের ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। এরপর জেস গার্ডেন পার্ক সংলগ্ন একটি বাড়িতে নিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তিশার দাবি, বাঁধন প্রায় তিন বছর ধরে তাকে স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যেতো।

তিনি আরও অভিযোগ করেন, পরে জানতে পারেন বাঁধন ইতিপূর্বে চারটি বিয়ে করেছেন। বিষয়টি পরিবারকে জানালে দুই পক্ষের মধ্যে সালিশি সভা হলেও বাঁধনের পরিবার ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে বিয়েতে অস্বীকৃতি জানায় এবং তিশাকে মারধর করে। গত ১০ মে তিশা যশোর কোতোয়ালি থানায় বাঁধনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে তিশা অভিযোগ করেন, বাঁধনের বোনের স্বামী বাদল মাহমুদ তাকে মামলা প্রত্যাহার ও জীবননাশের হুমকি দিচ্ছেন। এছাড়া, গত ১৩ মে বাঁধনের পরিবার প্রেসক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে তার চরিত্র হননের চেষ্টা করেছে।

বাঁধনের পরিবারের সংবাদ সম্মেলন: ‘হানি ট্র্যাপ’ ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এর আগে গত ১৩ মে দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করেন নাহিদ হাসান বাঁধনের পরিবার। বাঁধনের মা নাসিমা খানম দাবি করেন, তার ছেলে ‘হানি ট্র্যাপ’ চক্রের খপ্পরে পড়ে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন এবং চাহিদা অনুযায়ী অর্থ না দেওয়ায় তাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে।

লিখিত বক্তব্যে নাসিমা খানম জানান, তার ছেলে নাহিদ হাসান বাঁধন কাজীপাড়া বিমান অফিস মোড়ে যশোর কনসালটেন্সি ফার্মে চাকরি করেন। গত ১০ মে পুলিশ তাকে অফিস থেকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে জানতে পারেন, নাজনীন নাহার তিশা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

নাসিমা খানমের দাবি, কলেজে পড়াকালীন তার ছেলে বাঁধনের সঙ্গে তিশার পরিচয় হয়। তিশা ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য এবং পরিচয়ের সূত্র ধরে কৌশলে বাঁধনকে ফাঁদে ফেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এবং তার ছবি ও ভিডিও ধারণ করে। গত তিন বছর ধরে সেই ভিডিও ও ছবি দিয়ে বাঁধনকে ব্ল্যাকমেইল করে আসছেন তিশা।

এই সময়ে তিশা বাঁধনের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, যার বিকাশের মাধ্যমে লেনদেনের প্রমাণও রয়েছে বলে নাসিমা খানম দাবি করেন।

তিনি আরও বলেন, তিশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার ছেলে যোগাযোগ বন্ধ করে দিলে তিশা একইভাবে ব্ল্যাকমেইল করে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় ‘হানি ট্র্যাপ’ গ্রুপের সদস্য ইকরামুলসহ কয়েকজনকে দিয়ে বাঁধনকে তুলে নিয়ে মারধর করেন এবং তিনটি সাদা স্ট্যাম্পে সই করিয়ে নেন। এরপরও টাকা দিতে রাজি না হওয়ায় বিয়ের জন্য চাপ দিতে থাকেন। গত ১ মে রাতে তিশা লোকজন নিয়ে বাঁধনের বাড়িতে এসে তাকে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে ধর্ষণ মামলা দেওয়ার হুমকি দিয়ে চলে যান।

নাসিমা খানম জানান, এসব ঘটনায় কোতোয়ালি মডেল থানায় গত ২৮ মার্চ এবং ২ মে দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এ বিষয়ে আইনগত পদক্ষেপ না নিয়ে উল্টো তিশার ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলায় বাঁধনকে গ্রেফতার করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার ছেলের মুক্তি এবং ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যদের শাস্তি দাবি করেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে তিশা গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের সৎ উত্তর দিতে পারেননি এবং তার অভিযোগের স্বপক্ষে তেমন কোনো তথ্য-প্রমাণও দিতে পারেননি। ফলে তিনি এক প্রকার মুখ নিচু করে চলে যেতে বাধ্য হন।

এই ঘটনা যশোরে আলোচনার জন্ম দিয়েছে এবং পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি উঠেছে।

(এসএমএ/এএস/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test