E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সবার নজর কেড়েছে ৩০ মণ ওজনের ফণী

২০২৫ মে ২১ ১৯:১২:১৭
সবার নজর কেড়েছে ৩০ মণ ওজনের ফণী

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : কাঁচা ঘাস বাদ দিয়েই গড়ে প্রতিদিন ৭০ কেজি করে খাবার খায় প্রায় ৩০ মণ ওজনের বিশালাকৃতির এক গরু। গরুটি আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুত করছেন জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও তার ছেলে শাকিল সুমন।

বাবা ও ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের ভালোবাসায় তিন বছরে বেড়ে ওঠা গরুটি বর্তমানে লম্বায় প্রায় ১২ ফুট এবং উচ্চতা ছয় ফুটের মতো। ২০১৯ সালে বয়ে যাওয়া সুপার সাইক্লোন ফণীর নামে এর নাম রাখা হয়েছে ‘ফণী টু’। বুধবার দুপুরে গরুর মালিক আব্দুস সালাম বলেন, গরুটি আমাদের পালিত একটি গাভির বাচ্চা। এটি তিন বছর ধরে আমরা লালন পালন করছি। বিশালাকৃতির এ গরুটি এবারের কোরবানির ঈদে বিক্রির চিন্তা ভাবনা করছি।

তিনি আরও বলেন, আমরা পল্লী এলাকার লোক, এখানে এতো বড় গরুর ক্রেতা তেমনভাবে আসেনা। তবে আসলে এবং বনিবনা হলে খামারিদের চেয়ে অনেক কম মূল্যে গরুটি বিক্রি করবো।

সালাম বলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন এই গরুকে ফিড খাইয়ে বা ফরমালিন যুক্ত খাবার খাইয়ে বড় করেছি, তাহলে তাকে সম্পূর্ণ ফ্রিতে গরুটি দিয়ে দিবো। এ গরুকে গমের ভুসি, ভূট্টার গুড়ি, ডাবলির ভুসি, সয়াবিনের ভুসি, ছোলা বুট আর ভূট্টা ভাঙা খাওয়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও গরুটিকে খুদ, খৈল, কলা ও ঘাস খাওয়ানো হয় বলে জানিয়ে আব্দুস সালামের ছেলে শাকিল সুমন বলেন, গরুটি স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৭০ কেজি খাবার খায়। তবে বর্তমানে গরমের কারণে কিছুটা কম খাবার খাওয়াচ্ছি।

তিনি আরও বলেন, এ গরুটিকে খুব যতœ করে লালনপালন করা হয়েছে। সবসময় এটা ফ্যানের নিচে থাকে। রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় এবং প্রতিদিন দুই বেলা গোসল করানো হয়। প্রায় ৩০ মণ ওজনের এই গরুটির দাম হাকা হয়েছে ১৫ লাখ টাকা। তবে দাম নিয়ে কথা বলা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/মে ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test