E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে আহত ফারুক খানকে দেখতে গেলেন, দীপেন দেওয়ান

২০২৫ মে ২২ ০০:০০:১৯
কাপ্তাইয়ে আহত ফারুক খানকে দেখতে গেলেন, দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ে সম্প্রতি ভূমি জবর দখলকে কেন্দ্র করে হামলায় আহত ফারুক খানকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডঃ দীপেন দেওয়ান।

বুধবার (২১ মে) দুপুর দেড়টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয় সম্পাদক এ্যাডঃ দীপেন দেওয়ান কাপ্তাই জাকির হোসেন স’মিল এলাকায় আহত ফারুক খানকে দেখতে তার বাসায় যান। ফারুক খান কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক। এসময় জেলা বিএনপি নেতা ও রাঙামাটি জেলা শ্রমিকদল সভাপতি মো মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম চিকিৎসাধীন থাকা অবস্থায় ফারুক খানকে দেখতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশীদ এবং কেন্দ্রীয় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস),এর সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামসহ নেতৃবৃন্দ দেখতে যায় এবং তার শারীরিক খোঁজ খবর নেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক কঠোর বিচার দাবি করা হয়।

উল্লেখ্য গত ৭মে দিবাগত রাতে জাকির হোসেন স্ মিল হয়ে ফারুক খান (স্ মিল কেয়ারটেকার), নিজ বাসায় যাওয়ার পথে জবর দখলকারীরা রাত আড়াই টায় জবর করতে গেলে ফারুক খান বাঁধা দিলে তাকে দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত করে। তাঁর আর্তচিৎকার তাঁকে বাঁচাতে এসে স্ত্রী, কন্যা, এবং নুর জামাল ও নয়ন নামে আরও দুইজন গুরুতরভাবে আহত হয়। উক্ত লিজ নেয়া সরকারি ৫.৭ একর জায়গার কেয়ারটেকার ফারুক খান।

(আরএম/এএস/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test