E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য দেওয়ায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

২০২৫ মে ২২ ০০:১৮:৪২
শৈলকুপায় চাঁদাবাজির প্রতিবাদে বক্তব্য দেওয়ায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের উপর হামলা চালিয়েছে স্থানীয় চাঁদাবাজ চক্র। শালিশের নামে চাঁদাবাজির প্রতিবাদ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় তার ওপর এ বর্বর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সন্ত্রাসী খেলাফত বিশ্বাসকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে হাসপাতালে নিতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় বলেও অভিযোগ স্বজনদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোবিন্দপুর গ্রামের মাঠে স্থাপিত একটি সোলার প্যানেল কে বা কারা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। ঘটনাস্থলে কাউকে দেখা না গেলেও স্থানীয় মাতব্বররা শালিশ করে নিরীহ কৃষক আরিফ মণ্ডলকে দায়ী করে। পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ না দিয়েই একতরফাভাবে শালিশ করে আরিফ ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করা হয় এবং দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।

এই অনিয়ম ও একতরফা বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস। তিনি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। এরই জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ চাঁদাবাজ চক্রের প্রধান অভিযুক্ত উসমান মণ্ডল ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবার, একই কারণে উসমান মণ্ডল ও তার সহযোগীরা কৃষক আরিফ মণ্ডল, তার ভাই এবং বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পেটায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান, ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ঘটনাটি শুনেছি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসই/এএস/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test