E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে এককালীন অর্থিক অনুদানের চেক বিতরণ

২০২৫ মে ২২ ১৫:৪৭:৩৭
গোপালগঞ্জে অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে এককালীন অর্থিক অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় এবং দু:স্থ পরিবারের ৭২ সদস্যের মাঝে জেলা সমাজকল্যাণ পরিষদের এককালীন অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসন এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অসহায় এবং দু:স্থ পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন।

এ সময় সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ, গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় এবং দু:স্থ পরিবারের ৭২ সদস্যের মাঝে ১ লক্ষ ৯৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ঈদের আগে অনুদানের চেক পেয়ে ওইসব পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা টাকাগুলো ঈদ উৎসব ও পরিবারের অন্যান্য প্রয়োজনে ব্যয় করতে পারবেন।

(টিবি/এএস/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test