E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা 

২০২৫ মে ২২ ১৯:৩৩:১৩
ফরিদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  হয়েছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে ২৮ মে, ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ‌ শামিমুল হক তালুকদার ‌ এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান তালুকদার, জেলা যুবদলের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ‌ যুগ্ম সম্পাদক হেলালুজ্জামান খান,‌ সহ-সাধারণ সম্পাদক ‌ মোহাম্মদ নাসির খান, সহ-সাধারণ সম্পাদক ‌ মশিউর রহমান সুমন প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু,শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, কামরুল হাসান, আবু জাহিদ মুন্সী, মোহাম্মদ গোলাম মোস্তফা, মিজানুর রহমান, ওহাব মোল্লা, নাজমুল হোসেন রাজু, হাজী জামাল খান, ইকবাল হোসেন, শাহিন মোল্লা, রবিউল ‌ ইসলাম সম্রাট, প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আগামী ২৮ মে ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।ঢাকায় আয়োজিত এই সমাবেশের মূল দায়িত্ব যুবদলের পালন করবে। ফরিদপুর থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে ২৮ মের সমাবেশকে সাফল্যমন্ডিত করবো। ফরিদপুর জেলা যুবদলের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর যুবদলের সকল নেতাকর্মীরা ঢাকার সমাবেশ সফল করবে। ১৭ বছর যে লড়াই সংগ্রাম আমরা করেছি তা এখনও শেষ হয়নি। ফ্যাসিবাদী হাসিনার পতন হলেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেশের তরুণরা এখনো ভোটাধিকার পায়নি।

অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। বলেও জানানো হয়। এছাড়া ২৮ তারিখ এ ‌ সমাবেশ উপলক্ষে ফরিদপুর জেলা থেকে ‌উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ‌ উক্ত কর্মসূচিতে ‌অংশগ্রহণ করবে বলে ‌‌সভা থেকে জানানো হয়।

(ডিসি/এসপি/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test