E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা 

২০২৫ মে ২২ ১৯:৪৭:৪৭
কাপাসিয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে ব্রাক হেলথ প্রোগ্রামের (বিএইচপি) আওতায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এই
প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজ প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন, পরিবেশ
সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরী।

ব্রাক হেলথ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাহিদা সুলতানা ও অফিসার মোহাম্মদ আল-আমিন সাজু এর
সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তাজদিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফ হোসেন প্রমুখ।

(এসকেডি/এসপি/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test