E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় আসামি ধরতে গিয়ে আহত ৫ পুলিশ সদস্য, গ্রেফতার ৫

২০২৫ মে ২২ ২০:০১:৫৪
কাপাসিয়ায় আসামি ধরতে গিয়ে আহত ৫ পুলিশ সদস্য, গ্রেফতার ৫

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া থানা পুলিশ উপজেলার তরগাও ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেপারী বাড়ী এলাকায় নিয়মিত মামলার আসামি ও মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে আসামিরা পুলিশকে মারধর করে গুরুতর জখম করেছে।

কাপাসিয়া থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গতকাল বুধবার রাতের দিকে সৈয়দপুরের বেপারি বাড়ি এলাকায় আসামি ধরতে যায়। ব্যাপারী বাড়ী এলাকায় নিয়মিত মামলার আসামিরা এ সময় পুলিশকে বেদরক মারপিট করে পালিয়ে যায়। পরে গুরুতর
আহত অবস্থায় তাদেরকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন। অফিসার ইনচার্জ তাৎক্ষণিক ভাবে কালিগঞ্জ কাপাসিয়া থানার সার্কেল অফিসার আসাদুজ্জামানকে ঘটনা অবগত করলে তিনি দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্যদের দেখতে আসেন। এ ঘটনার পরপরই ঐ এলাকায় রাতবর পুলিশের বিশেষ অভিযান চালানো হয়।

অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন জানান, গতকাল রাতে কাপাসিয়া থানার এসআই সহ ৫ পুলিশ একটি নিয়মিত মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে আসামিরা পুলিশের উপর চড়াও হয়ে পুলিশকে মারপিটের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে উল্লেখিত ঘটনায় মামলা রুজু হয়েছে।

এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। পুরো সৈয়দপুর গ্রাম ও আশপাশের এলাকায় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক বিচারের স্বার্থে ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।

(এসকেডি/এসপি/মে ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test