E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আলফাডাঙ্গায় বিএনপির মঞ্চে নৌকার প্রার্থী!

২০২৫ মে ২৪ ১৪:৫৫:০৫
আলফাডাঙ্গায় বিএনপির মঞ্চে নৌকার প্রার্থী!

স্টাফ রিপোর্টার : বিএনপির আদর্শ আজ কি প্রশ্নবিদ্ধ? আলফাডাঙ্গায় অনুষ্ঠিত এক কর্মীসভায় বিএনপির নেতাদের অবস্থান যেন নিজেরাই বুঝে উঠতে পারছেন না। ইউনিয়ন পর্যায়ের এই সভায় মঞ্চে দেখা গেলো নৌকা-মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি হিসেবে, সাথে আরও একজন আওয়ামী লীগ নেতাকেও—ঘটনাটি স্থানীয় রাজনীতিতে বিস্ফোরণ ঘটিয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় আলফাডাঙ্গার বেজিডাঙ্গা আমেনা ওয়াহেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলফাডাঙ্গা ইউনিয়ন বিএনপির কর্মীসভা হয়। সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাসুদ মাস্টার, যিনি ২০২২ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা চেয়েছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

নাসিরুল ইসলামের বিস্ফোরক বক্তব্য: “নৌকার প্রার্থীরাও এখন বিএনপি করতে পারে” প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "এখন কেউ নৌকার প্রার্থী হলেও বিএনপি করতে পারবে। রাজনীতির বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়।"

তিনি আরও বলেন, "মাসুদ চেয়ারম্যান হয়ে গিয়েছিলো, তাকে মাত্র ৬২ ভোটে জোর করে হারানো হয়েছে। এমন জনপ্রিয় লোককে আমরা বাদ দিতে পারি না।"

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়—এই কর্মীসভার মঞ্চে ছিলেন আনোয়ার হোসেব নামে আরও একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের রানা-সাইফার কমিটির সদস্য ছিলেন। আনোয়ার উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার ভাতিজা। হাসিনা সরকারের পতন হবার পরে ১২ আগস্ট আলফাডাঙ্গা উপজেলায় হওয়া সশস্ত্র মিছিলে নিজের সন্তান আল সাহাদ সহ উপস্থিত ছিলো, যার স্পষ্ট ভিডিও এখনও আছে। প্রশ্ন উঠেছে, এটি কি বিএনপির মঞ্চ, নাকি আওয়ামী লীগের ছায়ায় ঢাকা পড়া একটি কর্মসূচি?

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা বলেন, "সমর্থক হতে পারে, এমনকি প্রাথমিক সদস্যও হতে পারে—তাই বলে সংগঠনের বাইরে কাউকে সভাপতি করা যায় না। এটা আদর্শভ্রষ্টতা ও সাংগঠনিক শৃঙ্খলার লঙ্ঘন।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিএনপির আদর্শে কোনো আপস নেই। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

সভায় অনেক নেতাকর্মী তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ সভাস্থল ত্যাগ করেন, আবার কেউ কেউ ‘বিএনপির আদর্শে বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন।

(টিইউ/এএস/মে ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test