E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে আ’লীগের চার নেতা-নেত্রী গ্রেফতার

২০২৫ মে ২৪ ১৮:৩৪:৪২
বরিশালে আ’লীগের চার নেতা-নেত্রী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চারজন নেতা-নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার সভাপতি সোহরাব হোসেন ও নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার নেত্রী ছবি বেগম ও নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চাঁদশীর এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে থানা পুলিশের সদস্যরা নিষিদ্ধ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাকে আহত করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চলতি বছর ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

(টিবি/এসপি/মে ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test