E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাসের ধাক্কায় শিক্ষার্থী আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

২০২৫ মে ২৫ ১৫:১৬:১০
বাসের ধাক্কায় শিক্ষার্থী আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ওমর ফারুক (১৫) আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠীরা।

রবিবার সকাল পৌনে ১০টা থেকে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ও চালকরা।

আহত শিক্ষার্থী ওমর ফারুক শাহ সূফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শেণীর শিক্ষার্থী। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সহপাঠী আহতের খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পোড়াবাড়ী এলাকায় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, আজকে আমাদের স্কুলের নবম শেণীর শিক্ষার্থী ওমর ফারুক স্কুলে আসার পথে মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুত গতির আলম এশিয়া পরিবহণ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মারত্মক আহত হয়। মহাসড়কের পোড়াবাড়ীতে ফুট ওভার ব্রীজ নির্মাণ এবং ঘাতক বাস চিহ্নিত করে চালকের বিচার দাবীতে আমরা বিক্ষোভ করছি।

তারা আরো বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় রোভারপল্লী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ওই ঘটনার সুষ্ঠু বিচার এখনো আমরা শিক্ষার্থীরা পাইনি। কোনো আসামী এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। সম্প্রতি পরিবহনের চালক ও কর্মচারীরা স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বিভিন্ন সময় বাগবিতন্ডায় জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসবের স্থায়ী সমাধান চাই আমরা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের উভয় পাশেই যানবাহন আটকা পড়ে চালক, যাত্রী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

(বিএসআর/এএস/মে ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test