E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

২০২৫ মে ২৬ ১৭:৫৭:১৪
ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সভার মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার উজ্জ্বল (৩০) নামের এক যুবক ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার জনৈক মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ গামী শ্যামল ছায়া বাসে উঠে ঈশ্বরগঞ্জ নামে। এই বাসের অপর এক যাত্রী হাসান (২৮) নামের এক যুবকও তার সাথে নেমে তাকে মহাসড়কের পাশে চা স্টলে আটকে রাখে।

পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইয়াবা সহ উজ্জ্বলকে থানায় নিয়ে যায়। থানায় উজ্জ্বলের কাছ থেকে উদ্ধারকৃত প্যাকেট খুলে গণনা করে ৭৭৬ পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত উজ্জ্বল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের পুত্র। থানায় জিজ্ঞাসাবাদের সময় উজ্জ্বল জানায় দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা এনে ঈশ্বরগঞ্জে ত্রিশালের এক পার্টির কাছে অর্থের বিনিময়ে হাত বদল করে আসছিল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ধৃত মাদক কারবারির কাছ থেকে আরো তথ্য পাওয়া গেছে। সে তথ্যানুযায়ী পুলিশি অভিযান চলবে। পরে ধৃত আসামীর বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এন/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test