E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালের হাট কাঁপাবে রাজা-বাদশা

২০২৫ মে ২৬ ১৮:৩১:৩৯
বরিশালের হাট কাঁপাবে রাজা-বাদশা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : আসন্ন ঈদ-উল আযহার জন্য প্রস্তুত করা হয়েছে ফ্রিজিয়ান জাতের বিশাল দেহের দুটি ষাঁড়। মালিক আমিনুল ইসলাম নিজ সন্তানের মতো করে দুই বছর ধরে লালন-পালন করছেন ষাঁড় দুটিকে। আদর করে বড়টির নাম রেখেছেন ‘রাজা’ আর ছোটটির নাম ‘বাদশা’।

এরমধ্যে রাজার ওজন প্রায় ৭৫০ কেজি এবং বাদশার ওজন প্রায় ৭০০ কেজি। এবারের কোরবানি ঈদকে সামনে রেখে রাজার দাম হাঁকানো হয়েছে ৬ লাখ ৩০ হাজার এবং বাদশার দাম ৫ লাখ ৭০ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকায় এমইপি এগ্রো ফার্মে ওই ষাঁড় দুটিকে অতি যত্নে লালন পালন করছেন মালিক আমিনুল ইসলাম। প্রতিদিন ওই ফার্মে ষাঁড় দুটিকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা ও সম্ভাব্য ক্রেতারা। শুধু গরু দেখা নয়; অনেকে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

খামারের মালিক জানিয়েছেন, রাজা কিছুটা চঞ্চল স্বভাবের এবং তার প্রিয় খাবার বুটের ডাল। অপরদিকে শান্ত স্বভাবের বাদশা বেশি পছন্দ করে কাঁচা ঘাস। রাজা ও বাদশা সবসময় একসাথেই থাকে। তাদের আলাদা করলে দুজনেই অস্থির হয়ে পরে। রাজা ও বাদশার লালন-পালনকারী আমিনুল ইসলাম বলেন, এই ষাঁড় দুটিকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছি। ওদের খাওয়া-দাওয়া, গোসল, চিকিৎসা সব কিছু সময়মতো করানো হচ্ছে। এখন ভালো দাম পেলে বিক্রি করবো।

এমইপি এগ্রো ফার্মের ইনচার্জ রাফিউর রহমান বলেন, আশা করা যাচ্ছে এ বছর দেশি গরুর ভালো দাম পাওয়া যাবে। কারণ এখন পর্যন্ত বিদেশী গরুর আমদানি হয়নি। আমরা চেষ্টা করছি ক্রেতাদের স্বাস্থ্যবান পশু সরবরাহ করতে।

সূত্রমতে, বরিশাল বিভাগের ছয় জেলায় কোরবানির পশু নিয়ে খামারিদের মধ্যে বিরাজ করছে ব্যস্ততা ও উৎসাহ। তারা নিজেদের খামারে পশুর পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন। প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, বরিশাল বিভাগে এ বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ৩ লাখ ৯৪ হাজার ৫৫২টি। যার অনুকূলে প্রস্তুত করা হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৫৩টি পশু। ফলে চাহিদার তুলনায় প্রায় ৬০ হাজার ৪৯৫টি পশু উদ্বৃত্ত থাকবে।

বরিশাল প্রাণিসম্পদ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর আমরা পর্যাপ্ত কোরবানির পশু প্রস্তুত করেছি। সেগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভাগজুড়ে ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করবেন। এবার বরিশাল বিভাগে বসবে প্রায় ৩৫০টি কোরবানির পশুর হাট। এসব হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভেটেরিনারি টিম তৎপর থাকবে। বিভাগজুড়ে ১৬০টিরও বেশি মেডিক্যাল টিম মাঠে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন। বরিশালে এখনো হাটগুলো পুরোপুরি জমে না উঠলেও ক্রেতারা সুস্থ্য ও নিরাপদ পশুর প্রতি আগ্রহী বলে জানিয়েছেন বরিশাল প্রাণিসম্পদ অধিদফতরের এই কর্মকর্তা।

(টিবি/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test