E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে মহিলা হোস্টেলে সমাজসেবা কর্মীর রহস্যজনক মৃত্যু

২০২৫ মে ২৬ ১৮:৫০:৩৩
মহম্মদপুরে মহিলা হোস্টেলে সমাজসেবা কর্মীর রহস্যজনক মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পাপিয়া দত্ত (৩৬) নামের উপজেলা সমাজসেবা অফিসের সুরক্ষা প্রকল্পের একজন সমাজকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

গত রোববার (২৫ মে) রাতে মহম্মদপুর উপজেলা পরিষদের অভ্যন্তরের প্রমোট মহিলা হোস্টেলের নীচ তলার পক্ষ থেকে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, পাপিয়া দত্ত তার পক্ষে বসবাস করতেন। তার স্বামী মিঠুন ধর একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে খুলনায় কর্মরত রয়েছেন। তার একমাত্র কন্যার লেখাপড়ার জন্য সেখানে বাবার সঙ্গে থাকে। রবিবার সন্ধ্যায় ওই হোস্টেলে দ্বিতীয় তলায় বসবাসরত একজন আনসার ভিডিপিতে কর্মরত নারী সদস্য তার পক্ষে খোঁজ করতে গেলে বিছানার এক কোনায় মৃত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি অন্যদের অবহিত করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

(বিএস/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test