E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

২০২৫ মে ২৭ ১৩:৪৬:২৯
নারায়ণগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।

সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে এই আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা অফিসার জনাব আতিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “Science is a useful servant but a dangerous master.” তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরিতে জেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করবে।”

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করেন।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এই আয়োজন আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

(এমএস/এএস/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test