E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অভিযুক্ত বখাটে জেলহাজতে

চাটমোহরে বখাটের ক্ষুরের আঘাতে আহত ৩

২০২৫ মে ২৭ ১৯:২৯:৪৭
চাটমোহরে বখাটের ক্ষুরের আঘাতে আহত ৩

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনায় বখাটের ক্ষুরের আঘাতে তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাশেদুল ইসলাম রব নামের ওই বখাটেকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সে ওই গ্রামের রফিকুল প্রামানিকের ছেলে। 

আহরা হলেন- খৈরাশ গ্রামের পলাশ প্রামানিকের দুই ছেলে ফরিদুর রহমান ও শান্ত প্রামানিক। অপরজন একই গ্রামের রেজাউল করিমের ছেলে রাহুল। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আটক রাশেদুল ইসলাম রবকে মঙ্গলবার সকালে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, খৈরাশ গ্রামে নাজিদ উদ্দিনের বাড়ির সামনে সোমবার রাতে বসে ছিল ফরিদুর, শান্ত ও রাহুল। এ সময় বখাটে রাশেদুল ইসলাম রব ওই বাঁশের মাচায় বসতে চাইলে ফরিদুরের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাশেদুল ইসলাম রব তার পকেটে থাকা ক্ষুর বের করে ফরিদুরকে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। এ সময় শান্ত ও রাশেদুল বাধা দিতে গেলে তাদেরকেও ক্ষুরের আঘাতে জখম করা হয়।

পরে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে অভিযুক্ত রাশেদুল ইসলাম রব দৌড়ে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে গুরুতর আহতাবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রাশেদুল ইসলাম রবকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(এসএইচ/এসপি/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test