E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬ হাজার টাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ

২০২৫ মে ২৮ ১৪:৫৭:৫৭
৬ হাজার টাকায় যে বাড়িতে ভাড়া থাকতেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকায় গেল দেড় মাস ধরে তিন তলা এই ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ।

দিনের আলোয় কখন তাদের দেখেননি স্থানীয় বাসিন্দারা। তবে আজ ভোর রাতে হঠাৎ এই বাড়িতেই সেনাবাহিনীর অভিযান দেখে অবাক হয়েছেন তারা। এসময় গ্রেপ্তার করা হয় দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। এ খবরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালিশংকরপুর এলাকার আশ-পাশজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় হেলালের মাধ্যমে মৃত মীর মহিউদ্দিনের তিন তলা বাড়ির নিচ তালা ছয় হাজার ভাড়া নেন তারা। তবে তাদের কখনো বাড়ির বাইরে আসতে দেখেননি তারা। মাঝে মধ্যে জানালা খুলতে দেখা যেত তবে কয়েক মিনিটেই আবার বন্ধ করে দিত। রাতে একটি গাড়ি এসে তাদের রেখে যেত।

ওই ভবনের ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানায় , আমরা প্রতিদিনের মতোই রাতে ঘুমিয়ে ছিলাম। আজ ভোর ৫টার দিকে হঠাৎ বাড়িটির নিচতলায় দরজা ভাঙার শব্দ শুনে বাইরে আসি। তখন বাড়ির সামনে সেনাবাহিনীর ৫ থেকে ৬টি গাড়ি দেখতে পাই। গাড়ির বহরে একটি কালো মাইক্রোবাসও ছিল। ২০ থেকে ৩০ জন সেনাসদস্য বাড়ির ভেতরে আসে। পরে তাঁরা দোতলা ও তিনতলায় ওঠেন। এরপর মেসের সব বাসিন্দাকে দ্বিতীয় তলার একটি ও তৃতীয় তলার একটি কক্ষে রাখেন। এসময় এক সেনা কর্মকর্তা বলেন, তোমাদের কোনো ভয় বা সমস্যা নেই। তোমরা বসে থাকো। এখানে অভিযান চলছে। সেনা কর্মকর্তা খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেন বলে ছাত্ররা জানান। দাড়িওয়ালা এক ব্যক্তি ওই মেসে থাকে কি না, সেটি জানতে চান। প্রায় তিন ঘণ্টা ধরে নিচতলায় তল্লাশি চলে। আটটার কিছু সময় পর কালো মাইক্রোবাসটি একদম গেটের সামনে চলে আসে। নিচতলা থেকে দাড়িওয়ালা এক ব্যক্তিকে হাতকড়া পরা ও মাথায় গামছা বাধা অবস্থায় গাড়িতে তোলা হয়। আরেক যুবকের কোমরে ও শরীরে দড়ি দিয়ে বাধা ছিল। এক ছাত্র কৌতূহলবশত জানতে চান কাকে নিয়ে যাচ্ছেন। তখন একজন সেনা কর্মকর্তা তাঁদের বলেন, এখন বিস্তারিত বললে ভয় পাবা। পরে মিডিয়াতে দেখে নিও।

তবে তখনও তারা জানতেন না এই দুইজনই হলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। এ ঘটনার পর আতঙ্কিত রয়েছেন তারা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন,তারা দেড় মাস আগে পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়েছিলেন।তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উল্লেখ, সুব্রত বাইন দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে। ২০০৩ পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান। ১৯৯১ খ্রিষ্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা সন্ত্রাসী হিসেবে সুব্রত বাইনের অভিষেক হয়।

(এমএজে/এএস/মে ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test