E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই লেক থেকে সুতার, কারেন্ট জাল ও দুইটি কাঠের নৌকা জব্দ

২০২৫ মে ২৮ ১৯:১৮:১৮
কাপ্তাই লেক থেকে সুতার, কারেন্ট জাল ও দুইটি কাঠের নৌকা জব্দ

রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙ্গামাটি কাপ্তাইয়ের উপ কেন্দ্রের অভিযানে কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময়ে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় পর্যন্ত  কাপ্তাই উপজেলার হরিনছড়া ও ভাইবোনছড়া এবং  বিলাইছড়ির উপজেলাধীন কেংড়াছড়ি ও গাছকাটা ছড়া এলাকার কাপ্তাই লেকে অভিযান পরিচালনা করে ২ হাজার বর্গফুট সুতার জাল, কারেন্ট জালও  দুইটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। 

এসময় কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় ১ হাজার বর্গফুট সুতার জাল, ১ হাজার বর্গফুট কারেন্ট জাল এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ২ টি সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসময় নৌ পুলিশ সদস্য এবং উপ কেন্দ্রের কর্মচারীরা এই অভিযানে সহায়তা করেন। এর আগে গত সোমবার (২৬ মে) একই এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার বর্গফুট সুতার জাল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত: ১ মে থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি মে মাসের ১ তারিখ হতে ৩ মাসের জন্য মাছ আহরণ বন্ধ করেছে সরকার। এই তিন মাসের মধ্যে লেকে মাছ আহরণ করা আইনত অপরাধ।

(আরএম/এসপি/মে ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test