E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফলন বিপর্যয়ের মধ্যে ঈশ্বরদীতে উঠেছে বোম্বাই লিচু, বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে

২০২৫ মে ২৮ ১৯:৩৭:৫২
ফলন বিপর্যয়ের মধ্যে ঈশ্বরদীতে উঠেছে বোম্বাই লিচু, বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে

ঈশ্বরদী প্রতিনিধি : লিচুর রাজধানী বলে খ্যাত ঈশ্বরদীতে উঠতে শুরু করেছে রসালো ও মিষ্ট বোম্বাই লিচু। ফলন বিপর্যয়ের কারণে এবারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বোম্বাই লিচু। ফজর নামাজের পর হতে  জয়নগরের শিমুলতলা, দাশুড়িয়া ও আওতাপাড়া হাটে বিক্রি শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত চলে লিচু বেচা-কেনা। কিন্তু এবারে সকাল ৭টার আগেই লিচু কেনা-বেচা শেষ হচ্ছে। অন্যান্য বছরে ছোট-বড় ২০-২৫ ট্রাক লিচু প্রতিদিন বেচা-কেনা হলেও এবারে ফলন বিপর্যয়ের কারণে ২ ট্রাকও লিচু হাটে উঠে না। তবে বিভিন্ন বাগান থেকেও ব্যাপারীরা আগেভাগে ভাঙতে শুরু করেছেন।

যথেষ্ট সুনাম রয়েছে ঈশ্বরদীর লিচুর। দেশের মধ্যে ঈশ্বরদীতে সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হয়। সুস্বাদু ও বিখ্যাত বোম্বাই লিচু বেশী উৎপাদন হয়। ঈশ্বরদীর উৎপাদিত লিচু দিয়েদেশে লিচুর চাহিদা মেটানো হয়। কিন্তু এবারে অধিকাংশ গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা বেশি আসায় ফলনে ধ্বস নেমেছে।

ঈশ্বরদীতে ৩,১০০ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে ১২ হাজার ৩৬০টি। গাছ রয়েছে ২ লাখ ৫২ হাজার। মুকুল পরিপূর্ণ প্রতি গাছে ৪ থেকে সাড়ে ৪ হাজার লিচু ধরে। উপজেলার ছলিমপুর, সাহাপুর, পাকশী, দাশুড়িয়া, মুলাডুলি ও লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় শত শত বাগান রয়েছে। সবচেয়ে বেশি লিচু বাগান রয়েছে ছলিমপুর ও সাহাপুর ইউনিয়নে। ঈশ্বরদীতে মোজাফফর (দেশী) ও বোম্বাই জাতের লিচুর আবাদ হয় বেশি।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরদীতে গত বছর ৩০ হাজার মেট্রিক টন লিচুর ফলন হয়েছিল। বিক্রয় মূল্য ছিল ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা। এরও আগের বছর লিচু উৎপাদন হয় ২৭ হাজার ৯০০ মেট্রিক টন। বাজার মূল্য ছিল সাড়ে ৪১৮ কোটি ৫০ লাখ টাকা। এবারে ভিন্ন চিত্র। জলবায়ুর প্রভাবে পরাগায়ণ না হওয়ায় মুকুল কম আসে। এবারে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৪০০ মেট্রিক টন। গতবছরের চেয়ে ১০ হাজার ৬০০ মেট্রিক টন কম। এবারে লিচুর বাজার মূল্য ধরা হয়েছে ২২৭ কোটি ৮৫ লাখ টাকা।

জলবায়ুর প্রভাবে আবহাওয়ার তারতম্য, ফেব্রুয়ারির শেষে লিচুর মুকুল আসার প্রাক্কালে হঠাৎ অসময়ে বৃষ্টির কারণে গাছে মুকুল বের না হয়ে বেশিরভাগে গাছে নতুন কচি পাতা। এ কারণে ঈশ্বরদীতে এবার লিচুর ফলন বিপর্যয় হয়েছে বলে কৃষি বিভাগ ও লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে।

ঈশ্বরদীতে বাণিজ্যিকভাবে লিচুচাষির সংখ্যা ২১ হাজার। এ ছাড়াও ছোট-বড় বাগান ও বাড়ির আঙিনায় লিচু গাছ রয়েছে। লিচুর পরিচর্যা, বিপণন ও বাণিজ্যিককরণসহ আরও প্রায় ১০ হাজার নারী-পুরুষ লিচু সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত থাকতো। কোনো কাাজ না থাকায় কিন্তু এবারে তারা হতাশ বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ মে) শিমুলতলা মোকামের আড়তদার রায়হান বলেন, এরআগেও বছর ফলন কম এবং খরায় লিচু ঝরে পড়েছে। কিন্তু এবারের মতো ফলন বিপর্যয় তা আগে হয়নি। ৬-৭ দিনের মধ্যে যা লিচু আছে তা শেষ হয়ে যাবে। অন্যান্য বছরে ৪০০- ৫০০ কোটি টাকার মধ্যে লিচু কেনা-বেচা হলেও এবারে ধ্বস নেমেছে।

ঈশ্বরদী বাজারে ভালোমানের প্রতি হাজার বোম্বাই লিচু ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করতে দেখা গেছে। খুচরা লিচু বিক্রেতা পান্না বলেন, এবার লিচু কম হয়েছে। বাগানে লিচু নেই। হাট ও বাগান থেকে ৪ হাজার টাকা হাজার লিচু কেনা হচ্ছে। গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচও রয়েছে। খুচরায় একশত লিচু ৫০০ টাকায় বিক্রি করছি। ছোট আকারের লিচু ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আঁটি লিচু (মোজাফ্ফর জাত) ২,৫০০ থেকে ৩,০০০ টাকা হাজারে বিক্রি করছেন বিক্রেতারা।

ছলিমপুর গ্রামের চাষি ও লিচু ব্যবসায়ী শাহমত মন্ডল তিন শতাধিক লিচু গাছ নিয়ে সাতটি বাগান কিনেছিলেন। তিনি বলেন, ৩০-৩৫ শতাংশ গাছে মুকুল আসে। বাকী গাছে মুকুলই আসেনি। এরপর খরায় ঝরে গেছে। প্রায় পাঁচ লাখ টাকা লোকসানের আশংকা করছেন তিনি।

জয়নগর শিমুলতলা হাটে লিচু বিক্রি করতে আসা ছাইদার রহমান জানান, ২৪টি গাছের মধ্যে ৬টি গাছে কিছু বোম্বাই লিচু ধরেছে। বিক্রি করার জন্য এসেছি। লিচু কম হওয়ায় লিচুর দাম এবারে প্রায় দ্বিগুণ। গতবারে পাইকারীতে লিচু ২,০০০ থেকে ২,৫০০ হাজার দরে বিক্রি করেছি। এবারে ৩,৫০০ থেকে ৪,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পটুয়াখালির ব্যপারী হায়দার আলী বলেন, হাটে লিচু কম, মানও ভালো না, আবার দামও দ্বিগুণ। কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার জানান, গাছে এবারে কম মুকুল এসেছে। লিচুর ফলন বিপর্যয় সম্পর্কে তিনি বলেন, মুকুল আসার ঠিক পূর্ব মুহুর্তে বৃষ্টি হয়। অসময়ে বৃষ্টিপাত হওয়ায় মুকুলের পরিবর্তে অধিকাংশ গাছে নতুন কচি পাতা আসে। একারণে ফলন বিপর্যয় হয়েছে। বিগত বছর হেক্টর প্রতি ৯ মেট্রিক টন হলেও এবারে ফলন হয়েছে ৬ মেট্রিক টন। ফলন কমে যাওয়ায়হাট-বাজারে লিচুর সরবরাহ কম এবং লিচুর দাম অনেক বেশি।

(এসকেকে/এসপি/মে ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test