E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক মুছার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

২০২৫ মে ২৯ ১৯:৫৪:৫৬
সাংবাদিক মুছার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

রাঙ্গামাটি, প্রতিনিধি : পাহাড়ের অন্যতম জনপদ পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার সাংবাদিকতার পথিকৃৎ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ওমর ফারুক মুছার স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হর্টিকালচার মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মো. এখলাছ মিঞা খান, উপজেলা প্রকৌশলী মো. শামসুল আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, জামায়াতে ইসলামীর শুরা সদস্য খ.ম. মতিউর রহমান ও প্রয়াত সাংবাদিক ওমর ফারুক মুছার পিতা মোহাম্মদ আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন মহলের সুহৃদগণ।

প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন মাহমুদ বলেন, লংগদু উপজেলার সাংবাদিকগণ অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। আমি আশাবাদী আগামীদিনেও লংগদু উপজেলার বিভিন্ন তথ্য বস্তু নিষ্ঠার সাথে তুলে ধরে প্রচার প্রচারণা করে প্রশাসনকে সহযোগিতা করবে।

স্মরণ সভায় অন্যান্য বক্তারা বলেন, ওমর ফারুক মুছা শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি উপজেলার সাংবাদিকতার পথিকৃৎ ও নিরলস সংবাদকর্মী। আমরা সকলেই মরহুমের রূহের মাগফেরাত কামনা করি।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন বলেন, সাংবাদিক মুছা আমাদের সমসাময়িক জীবনে এখনো প্রাসঙ্গিক। সাংবাদিকতায় পেশাদারিত্বের ক্ষেত্রে তার কাছ থেকে আমাদের এখনও অনেক কিছু শেখার আছে। আমরা ওমর ফারুক মুছার দেখানো পথে এগিয়ে যাবো এবং কাজ করবো।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের আয়োজনে উপজেলার মাইনীমুখ ইসলামিয়া এতিমখানা ও শিশু সদনে খাবারের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক ওমর ফারুক মুছা দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২ মে (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।

(আরএম/এএস/মে ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test