E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ‘ওয়াইসিএল পরিবহন  বাস সার্ভিস’-এর শুভ সূচনা

২০২৫ মে ৩১ ১৮:২২:৩৮
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ‘ওয়াইসিএল পরিবহন  বাস সার্ভিস’-এর শুভ সূচনা

রিপন মারমা, কাপ্তাই : চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করে যাত্রা শুরু করল ‘ওয়াইসিএল পরিবহন বাস সার্ভিস’। বাংলাদেশের অগ্রযাত্রা, আস্থা ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত ইয়েস ওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL)-এর এই বিশেষ বাস সেবা পরিচালিত হবে চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায়। ক্লোজ-ডোর স্পেশাল কাউন্টার সার্ভিসটি চলবে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত।

শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে বাস সার্ভিসটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিউবো ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসানের সভাপতিত্বে ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, ইয়েস ওয়ার্ল্ড কনসোর্টিয়াম লিমিটেড (YCL)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়াইসিএল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকাত আলী, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং ওয়াইসিএল বাস সার্ভিসের কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান সিকদার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ওয়াইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন বলেন, “ওয়াইসিএল একটি সেবা ও স্বাবলম্বীমূলক প্রতিষ্ঠান, যা দেশের বিভিন্ন উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত। আমরা মানুষের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই ধারাবাহিকতায় আজ ওয়াইসিএল পরিবহন চট্টগ্রাম-কাপ্তাই রুটে ‘ওয়াইসিএল বাস সার্ভিস’ চালু করতে পেরে আমরা গর্বিত।”

উদ্বোধনী এই বাস সার্ভিসকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সেবা যাত্রী পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও মান বৃদ্ধি করবে।

(আরএম/এসপি/মে ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test