E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে ডেন্টাল সার্জনদের বৈজ্ঞানিক সেমিনার

২০২৫ মে ৩১ ১৮:৫৪:১৩
বরিশালে ডেন্টাল সার্জনদের বৈজ্ঞানিক সেমিনার

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ডেন্টাল সার্জন’স এসোসিয়েশনের বরিশাল শাখার বৈজ্ঞানিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ৩০ মে দিবাগত রাতে অনুষ্ঠিত সেমিনার ও সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও বিএমডিসি’র নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. পরিমল চন্দ্র মল্লিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মুখ ও দাঁতের চিকিৎসা সেবা। এর সাথে জড়িত ডেন্টাল সার্জনগণ দীর্ঘদিন থেকে উপেক্ষিত ও বৈষম্যের শিকার হয়ে আসছে। ফলে আজও একটি উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা সেবা দানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা। ফলে একদিকে যেমন দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা আট শতাধিক মেধাবী ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এ সংকট নিরসন এবং দেশের জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি করছি।

বরিশাল ডেন্টাল সার্জন’স এসোসিয়েশনের সভাপতি ডা. এসএম জাকির হোসেন সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফয়জুল বাশার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল হাসান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা সিভিল সার্জন ডা. এসএম মঞ্জুর এ এলাহী, শের-ই বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান ডা. এসএম ওমর ফারুক।

বক্তব্য রাখেন ড্যাবের বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কামরুজ্জামান, শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাঈদ প্রমুখ। সেমিনারে কয়েক শতাধিক ডেন্টাল সার্জনরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মে ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test