E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে পশুবাহী ট্রাক উল্টে ২ জনের মৃত্যু, আহত ২

২০২৫ মে ৩১ ১৯:০৪:৫৯
রাজবাড়ীতে পশুবাহী ট্রাক উল্টে ২ জনের মৃত্যু, আহত ২

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে পশুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন ব্যবসায়ী ও ২টি গরু মারা গেছে। এ ঘটনায় আরও ২ ব্যবসায়ী আহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে কিছু পড়ে উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার ইবি থানার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মো: রফিকুল ইসলাম (৫০) ও একই এলাকার মো: সাইদুর রহমানের ছেলে অজ্ঞাত (৪০)। আহতরা হলেন- মো: ওয়াসিম ও মো: খবির উদ্দিন।তাদের বাড়িও একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পশুবাহী ট্রাকটি কুষ্টিয়া ইবি থানা থেকে ঢাকার উদ্দেশ্যে ১৪ টি গরু ও ১২ জন ব্যবসায়ী নিয়ে যাচ্ছিলো। কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক স্থানে কাছাকাছি আসলে কালুখালী থেকে পাংশা গামী একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনা স্থলে ২ জন ব্যবসায়ী ও ২টি গরু মারা যায়। এ ঘটনা আহত ২ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে কালুখালী হসপিটালে ভর্তি করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর বলেন, আমি রাস্তার উপর দাড়িয়ে ছিলাম। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। এ সময় কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে দ্রুত গতিতে ট্রাকটি যাচ্ছিলো। এ সময় কালুখালীর দিক থেকে একটি ইজিবাইক পাংশার দিকে যাচ্ছিলো। ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আমরা স্থানীয় কয়েকজন দ্রুত পানিতে নেমে ট্রাকের নিচ থেকে কয়েকজন কে উদ্ধার করি। সে সময় ট্রাকের নিচ থেকে ২ টি লাশ উদ্ধার করা হয়। ২টি গরু মারা গেছে। বাকি গরু গুলো উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মো: শফিউদ্দিন বলে থেকে কুষ্টিয়ার মধুপুর থেকে ঢাকা যাচ্ছিলাম। আমরা বার বার ট্রাক চালকে বলছি বৃষ্টি হচ্ছে আস্তে চালাও, সে আমাদের কথা শোনে নাই। হঠাৎ একটা শব্দ হলো আমরা রাস্তার পাশে পানির খাদে পড়ে যাই। আমি একাই উঠে পরি তবে দুই জন মারা গেছে। ২ টি গরুও মারা গেছে।

কালুখালি ফায়ার স্টেনশনের ইন চার্জ মো: জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একটি পশুবাহী ট্রাক উল্টে খাদে পড়েছে। এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে ২ জন গরু ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করি। এছাড়াও ২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। ট্রাকে ১২ জন ব্যবসায়ী ও ১৪টি গরু ছিলো। ট্রাকটি কোরবানির পশু নিয়ে ঢাকা যাচ্ছিলো।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে দ্রুত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনা স্থলে ২ জন মারা যায়। এছাড়াও গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক পালিয়েছে। নিহত পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।

(একে/এসপি/মে ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test