E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাসাসের দোয়া মাহফিল ও তোবারক বিতরণ

২০২৫ মে ৩১ ১৯:২০:৩১
নারায়ণগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাসাসের দোয়া মাহফিল ও তোবারক বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে শহরের বিভিন্ন স্থানে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করেন নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি জিকো খান।

তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবাদী নেতা, যার আদর্শ ও নেতৃত্বের কারণে আজো কোটি মানুষ তাকে হৃদয়ে ধারণ করে। তার পথেই আমাদের চলতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– মোঃ সোহেল মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক রোকন, সমাজ কল্যাণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাবু, ক্রীড়া বিষয়ক সম্পাদক
মোঃ তুষার, কার্যকরী সদস্য এছাড়াও স্থানীয় জাসাস নেতাকর্মী এবং এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার আদর্শ অনুসরণ করে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

(এস/এসপি/মে ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test