E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

২০২৫ জুন ০১ ০০:৩৭:২৬
কাপ্তাইয়ে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রিপন মারমা, কাপ্তাই : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৩১মে) বিকেল সাড়ে ৩ টায় কেপিএম মহিলা ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগত অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে কেপিএম কর্মচারী পরিষদ (সিবিএ) ও কেপিএম লিমিটেড শ্রমিক কর্মচারী'র আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

এ সময় তিনি বলেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোঃ আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে শামসুজ্জামান চৌধুরী রকি র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপেন তালুকদার দিপু,চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,যুগ্ম সম্পাদক ও সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনূস চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপি'র সভাপতি লোকমান আহমেদ,সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু,ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মতিন চন্দ্রঘোনা ইউনিয়নের যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ প্রমূখ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর নানা বিষয়ে আলোকপাত করেন। এসময় কেপিএম শ্রমিক কর্মচারী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান সফল রাষ্ট্র নায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি স্বাধীনতার ঘোষণা না করলে এদেশের মানচিত্র সৃষ্টি হতো না। মেধাবী, তীক্ষ বুদ্ধিসম্পন্ন. দূরদর্শী একজন নেতা, যিনি একদলীয় বাকশালী শাসন হতে বাংলাদেশকে মুক্ত করেন। তিনি ভারতের আধিপত্যবাদী তাবেদারী রাষ্ট্র হতে বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, জনশক্তি রপ্তানী, তৈরী পোষাক শিল্প ও দেশের অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেন।

এর আগে,অনুষ্ঠান শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

(আরএম/এএস/ জুন ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test