E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

২০২৫ জুন ০১ ১৪:১৯:০৮
নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

রূপক মুখার্জি, নড়াইল : মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম (৩৮) ও রমজান আলী (২২) নামে দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃত রবিউল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে ও রমজান আলী একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে , গোপন খবরের ভিত্তিতে ডিবির এসআই জাহাঙ্গীর আলম, এএসআই শেখ কামরুজ্জামান ও এএসআই সেলিম মুন্সির নেতৃত্বে একদল পুলিশ
সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকসের সামনে পাঁকা রাস্তার ওপর হতে রবিউল ও রমজানকপ গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এএস/জুন ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test