E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবসে দুধপান করল ৭২০ শিশু 

২০২৫ জুন ০১ ১৭:৩১:৪৭
গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবসে দুধপান করল ৭২০ শিশু 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”। এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে র‌্যালী, আলোচনা সভা দুগ্ধপান ‍ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে  বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়েছে।

আজ রবিবার জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র‌্যালীটি শেষে হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন, শিক্ষার্থী স্বাতন্ত্র মন্ডল, রুবাইয়া কাওরীন নূবা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৫শ’ শিশু শিক্ষার্থীকে দুগ্ধ পান করান অতিথিরা।
এরপর চিত্রাংকন, রচনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিন দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে শহরের কাড়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ ২০ শিশুকে দুধ পান করানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খাতুন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরদার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, দুধ সুপার ফুড। এতে মেধা বিকাশের সব উপাদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোনো বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে। তবেই আমরা দেশে মেধাবী, সুস্থ্য-সবল প্রজন্ম পাব। তাই শিশুদের দুধে আকৃষ্ট করতে বিভিন্ন ভাবে সুস্বাদু বা ফ্লেভারযুক্ত দুধ পরিবেশন করা হচ্ছে। পাশাপাশি আমরা শিশুদের ঘি, মাখন, ছানা সহ দুগ্ধজাত পণ্য খাওয়াতে উদ্বুদ্ধ করছি।

(টিবি/এসপি/জুন ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test