E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা নিয়ে প্রশিক্ষণ

২০২৫ জুন ০১ ১৮:২৫:৩৩
গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা নিয়ে প্রশিক্ষণ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ‘পৌর পর্যায়ে বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার জেলা সমাজসেবা কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে শহর সমাজসেবা কার্যালয় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ।

শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আলআমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী।

প্রশিক্ষণে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগী ২৮ জন নারী ও ৬ জন পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠির উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এখান থেকে ঋণ নিয়ে অনেকেই উদ্যোক্তা হয়েছে। সংসারের আয় বৃদ্ধি করেছেন। এখন তারা স্বচ্ছল জীবনযাপন করছেন। ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে স্টেকহোলডারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা প্রশিক্ষণে অংশ নিয়ে ঋণের টাকা সঠিকভাবে ব্যবহারের পরামর্শ পেয়েছেন। আগামীতে ঋণ বিতরণের আওতা ও পরিমান আরো বৃদ্ধি করা হবে। এখান থেকে ঋন নিয়ে অসংখ্য নারী-পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ব্যবসার প্রসার ঘটাতে পারবেন। এতে ব্যক্তি ও পরিবারের সমৃদ্ধি আসবে বলে আমি বিশ্বাস করি।

(টিবি/এসপি/জুন ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test