E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল রাজবাড়ী জেলা টাস্কফোর্স

২০২৫ জুন ০২ ১৫:৫৭:০৮
তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল রাজবাড়ী জেলা টাস্কফোর্স

একে আজাদ, রাজবাড়ী : বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গত ৩১ মে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘জেলা টাস্কফোর্স’ ক্যাটাগরিতে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৫’ পেয়েছে রাজবাড়ী জেলা টাস্কফোর্স।

স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্সের সভাপতি সুলতানা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী সায়েদুর রহমান।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা রাজেশ নারওয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি।

জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার নেতৃত্বে জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটি তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণকালে জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সাথে কমিটির সদস্য সচিব হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও তামাক নিয়ন্ত্রণ জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি সুলতানা আক্তার বলেন, যে কোন অর্জন কাজের আগ্রহ বাড়িয়ে দেয়। আজকের এই সম্মাননা ও অর্জন আমার একার না। এই অর্জন পুরো জেলাবাসীর। আমরা রাজবাড়ীবাসী একটি টিম হয়ে কাজ করে জেলাকে এগিয়ে নিয়ে যাবো।

উল্লেখ্য, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অবদান রাখায় এ বছর ৯ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৫’ দেওয়া হয়েছে।

(একে/এএস/জুন ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test