E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে এনজিও উধাও

২০২৫ জুন ০২ ১৭:৪৯:৫১
কাপাসিয়ায় ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে এনজিও উধাও

সঞ্জীব কুমাার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া সদর এলাকার বাজারের সংলগ্ন বরুণ রোডে ‘পল্লি বাজার লিমিটেড’ নামের একটি এনজিও গ্রাহকদের সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এনজিও কর্মকতারা গত ২৬ দিন ধরে এলাকায় তাদের কার্যক্রম চালু করে বলে জানা যায়। গ্রাহকদের সঞ্চয়ের ছয়গুণ টাকা ঋণ দেয়ার প্রলোভন দেখনো হয়। গ্রাহকরা বেশী টাকার লোভে সমিতির সদস্য হয় বলে ভুক্তভুগিরা জানান। ওই এলাকার রিকশা চালক, স্থানীয় ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বেশী টাকার লোভে সমিতির সদস্য হয়েছেন। এনজিও কর্মীরা গত বৃহম্প্রতিবার সকল সদস্যদের ঋণ দেয়ার কথা বলা হলেও ওই দিন অফিসে এসে তালা বন্ধ অবস্থায় দেখতে পায় গ্রাহকরা। এনজিও কর্মীরা প্রতি গ্রাহকের কাছ থেকে সদস্য ভর্তি বাবদ পাচশত টাকা নেয় বলে ও জানা যায়।

রিক্সা গ্যারেজের মালিক আবুল হোসেন জানান, তিনি ঋণের জন্য ওই এনজিও তে সদস্য হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এনজিও অফিসে গিয়ে দেখেন অফিস কক্ষ তালাবদ্ধ।

তিনি আরো জানান, ঈদের জন্য তিনি ৩০ হাজার টাকা জমা করে রেখেছিলেন। ভেবেছিলেন এই টাকা দিয়ে তিনি ঈদের কেনাকাটা করবেন। সেই প্রলোভনে দুই নামে তিনি ৩০ হাজার টাকা সঞ্চয় করেন। বৃহস্পতিবার দুপুরে তাঁদের ঋণ দেওয়ার কথা ছিল। এসে দেখেন এনজিও কর্মীরা উধাও। ঋণের আশায় জমানো টাকা হারিয়ে এখন তিনি দিশেহারা।

ইউপি সদস্য কারীমা আক্তার জানান, রাশিদুল ও ইব্রাহিম নামে ২ এনজিও কর্মীর কাছে প্রথমে ৫০০ টাকা দিয়ে ভর্তি হন। পরে কয়েক দফায় তিনি ১৫ হাজার টাকা সঞ্চয় জমা করেন। তাঁকে দেড় লাখ টাকা ঋণ দিবেন বলে আশ্বাস দেন এনজিও কর্মীরা। তিনি ঋণের টাকা নিতে বৃহস্পতিবার দুপুরে এসে দেখেন অফিসে তালাবদ্ধ। ঋণ পাওয়ার আশায় ধার দেনা করে তিনি এই সঞ্চয় জমা করেছেন। টাকা না পেয়ে তিনি এখন উপায় হারা হয়ে পড়েছেন।

এনজিও ভাড়া বাসার মালিক মোঃ চাঁন মিয়া জানান, এই এনজিও ম্যানেজার আমার কাছ থেকে সাত হাজার টাকা মাসিক ভাড়ায় ভাড়া নেন। ১ লাখ টাকা অগ্রিম দেওয়ার কথা ছিল। তাঁরা আমাকে কোন টাকা না দিয়ে বাসায় তালা মেরে পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমীন জানান, কোথাও এধরনের এনজিও চালু হলে সাথে সাথে আমাদের অথবা উপজেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা উচিত। জানালে শুরু থেকেই আমরা এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতাম।

উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এই ধরনের কোন এনজিওর অনুমোদন তাঁদের অফিস থেকে দেওয়া হয়নি। আমার জানা মতে 'পল্লি বাজার লিমিটেড' নামে কোন এনজিও নাই।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল স্থানীয় সাংবাদিকদের জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসকেডি/এসপি/জুন ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test