E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় উপলক্ষে মতবিনিময় সভা

২০২৫ জুন ০২ ১৮:১১:৩৪
ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় উপলক্ষে মতবিনিময় সভা

ঈশ্বরদী প্রতিনিধি : 'খেলাপি থাকবো না, দেশের বোঝা হবো না। আসুন, খেলাপি ঋণ পরিশোধ করে দায় মুক্ত হই' এই স্লোগাণে ঈশ্বরদী সোনালী ব্যাংকের পিএসসি শাখার আয়োজনে ‘বিশেষ ঋণ আদায় কর্মসূচি’ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকালে ব্যাংক চত্বরে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের ঋণ গ্রহিতা ও গ্রাহকরা অংশগ্রহন করেন।

সভায় সভাপতিত্ব করেন, ব্যংকের ঈশ্বরদী শাখার এজিএম পদমর্যদা সম্পন্ন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জিএম খোকন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনার ডিজিএম প্রশান্ত কুমার পাল, ডিজিএম আবুল কালাম আজাদ ও এজিএম আব্দুল কাদির।

গ্রহকদের মধ্যে বক্তব্য রাখেন মো. বকুল হোসেন, মোছা. শোভা খাতুন, মোছা. সুবর্না খাতুন, মো. সোলাইমান আলী প্রমূখ।

সভায় গ্রাহকরা বলেন, ব্যাংকে কর্মী সংকটের কারণে এবং ডিজিটালাইড সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়ায় সেবা কার্যক্রম ব্যহত হচ্ছে। কর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা বলেন, নতুন এমডি নিয়োগ হওয়ার পর কম্পিউটারাইজড এবং সকল শাখায় এসি’র ব্যবস্থা করা হচ্ছে।

গত ১৭ মে হতে শুরু হওয়া এই ‘বিশেষ ঋণ আদায় কর্মসূচি’ ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।

(এসকেকে/এসপি/জুন ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test