E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় বিদ্যুৎ কর্মী ও পুলিশের ওপর হামলা মামলায় গ্ৰেফতার ১

২০২৫ জুন ০২ ১৮:১৭:২৫
সোনাতলায় বিদ্যুৎ কর্মী ও পুলিশের ওপর হামলা মামলায় গ্ৰেফতার ১

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার সোনাতলায় পল্লীবিদ্যুৎ কর্মী ও পুলিশের ওপর হামলায় পৃথক ২ মামলায় একজনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, উপজেলার সোনাকানিয়া গ্রামে পল্লীবিদ্যুৎ এর কর্মচারীরা বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে সংযোগ দিতে দেরি হওয়ার অজুহাতে সোনাকানিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে শহীদুল প্রামাণিক (৫২) সহ কয়েকজন একত্রিত হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ওপর আক্রমণ করে মারপিট করা সহ মটরসাইকেল ভাঙচুর করে। এ সংক্রান্ত সোনাতলা জোনাল অফিসের প্রসাশনিক কর্মকর্তা ইদ্রিস আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী ইদ্রিস আলী জানান, গত ৩০ মে শুক্রবার রাতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন চেক করার জন্য লাইনম্যান এরশাদুল ইসলাম ও শামসুজ্জোহা সোনাকানিয়া গ্ৰামে গেলে শহীদুল ইসলাম সহ আরো কয়েকজন এবং সাবেক মেম্বার আতোয়ার হোসেন মিলে দুজনকে মারধর করে এবং তাদের বহনকৃত মোটরসাইকেল ভাঙচুর করে।

থানা সুত্রে জানা গেছে, বিদ্যুৎ অফিসের মামলার আসামি ধরতে তদন্তকারী কর্মকর্তা এসআই শিমুল কুমার দাস সঙ্গীয় অফিসার-ফোর্স সহ সোনাকানিয়া গ্রামের শহিদুল প্রামাণিকের বাড়িতে গেলে শহিদুল প্রামানিক, তার ছেলে ওমর ফারুক এবং বাড়ির লোকজন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পুলিশের ওপর আক্রমণ করে হামলা চালায় ও সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে। পুলিশের উপর আক্রমণ ও সরকারি কাজে বাধাদানের কারণে ওমর ফারুক সহ আরো ৪ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে আরেকটি মামলা থানায় রুজু করা হয়। এই মামলার আসামি ওমর ফারুককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পুলিশ।

সোনাতলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মদ জানান, বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় গ্ৰাহকদের ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব।

মামলার বিষয় নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি মিলাদুন-নবী বলেন, মামলার এজাহার নামীয় আসামি ওমর ফারুককে গ্ৰেফতার করে গত ১ জুন বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

(বিএস/এসপি/জুন ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test